মুঠোফোনে কল রেকর্ড করা সহজ হলেও হোয়াটসঅ্যাপে কল রেকর্ড করার কোনো সরাসরি অপশন নেই। এর ফলে গুরুত্বপূর্ণ কলগুলো সংরক্ষণ করা কঠিন হয়ে পড়ে। তবে কিছু সহজ পদক্ষেপ অনুসরণ করে হোয়াটসঅ্যাপেও কল রেকর্ড করা সম্ভব। 
হোয়াটসঅ্যাপে কল রেকর্ড করার জন্য কোনো সেটিংস নেই, কিন্তু একটি বিশেষ পদ্ধতি অনুসরণ করে অডিও বা ভিডিও কল রেকর্ড করা যেতে পারে। 
কল রেকর্ড করতে প্রথমে হোয়াটসঅ্যাপ থেকে যাকে কল করতে চান তাকে ফোন করুন। এরপর ফোনের কুইক সেটিংস থেকে স্ক্রিন রেকর্ডিং চালু করুন। এটি চালু করলেই রেকর্ডিং শুরু হয়ে যাবে। কল শেষ হলে স্ক্রিন রেকর্ডিং বন্ধ করে দিলে, তা গ্যালারিতে সেভ হয়ে যাবে এবং যেকোনো সময় শোনা যাবে।							
														
							   								
            		     
                             
  
  
                                             
                                        
										
									 
                                        
										
									 
                                        
										
									 
                                        
										
									 
                                        
										
									 
                                        
										
								 
                                                
																					 
                                                
																					 
                                                
																					 
                                                
																					 
                                                
																					 
                                                
																					 
                                                
																					 
                                                
																					